শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক ও জ্ঞান বিকাশ অতি আবশ্যক। শিশুর মানসিক চিন্তাশক্তি, নৈতিক চরিত্র ও সামাজিক বিকাশের জন্য শিক্ষাবিদ, বিজ্ঞানী, দার্শনিক, শিশু বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানীসহ বিশ্বের বিভিন্ন মহল যেমন শিশুদের মনোজগৎ নিয়ে ভাবছেন। তেমনি রয়েল শিক্ষা পরিবারের সুদক্ষ পরিচালকগণ সু-শিক্ষিত, নৈতিক চরিত্রবান, আদর্শ জাতি গঠনের জন্য শিশুর সনোজগতের ভাবনা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভে প্রক্রিয়াকে শিক্ষা বলে। এক জন শিক্ষার্থীকে যোগ্য প্রতিযোগী হিসাবে গড়ে তোলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দ্যেশে শিক্ষার ব্যাপকতর চাহিদার কথা চিন্তা করে রয়েল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।